আমরা যারা প্রোগ্রামিং করতে ভালোবাসি, তাদের অনেকেই জানি না বাংলাদেশের সর্বপ্রথম কম্পিউটার প্রোগ্রামার কে ছিলেন।আজ আমরা জানবো সেই কির্তীমান ব্যাক্তিটি সম্পর্কে।তার নাম মোঃ হানিফউদ্দিন মিয়া। তিনি ১লা নভেম্বর ১৯২৯ সালে নাটোর জেলার সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের হুলহুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন।
চিত্রঃ আইবিএম মেইনফ্রেম ১৬২০ কম্পিউটার ব্যাবহার করছেন মোঃ হানিফউদ্দিন মিয়াতিনি পড়াশোনা করেছেন কম্পিউটার বিজ্ঞান ও গণিত বিষয়ের উপর। তিনি ১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিতে স্বর্ণপদকসহ প্রথম শ্রেণিতে প্রথম স্থান লাভ করেন।অদম্য এই মেধাবী ১৯৬৪ সালে যুক্তরাষ্ট্রের Massachusetts Institute of Technology (MIT)-এর কম্পিউটার সেন্টার থেকে সিস্টেম অ্যানালিসিস, নিউমারাল ম্যাথমেটিকস, অ্যাডভান্স কম্পিউটার প্রোগ্রামিংয়ের প্রশিক্ষণ নেন এবং ১৯৭৫ সালে লন্ডনের আইবিএম রিসার্চ সেন্টার থেকে অপারেটিং সিস্টেম ও সিস্টেম প্রোগ্রামিংয়ের উপর প্রশিক্ষণ নেন।
১৯৬৪ সালে বাংলাদেশ তথা তাৎকালীন পূর্ব পাকিস্তানে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে জাহাজ দিয়ে আনা হয় আইবিএম (International Business Machines - IBM) মেইনফ্রেম ১৬২০ কম্পিউটার। খোঁজাখুঁজি শুরু হলো এমন একজন লোকের যিনি জানেন এই কম্পিউটারটির ব্যাবহার।তখনি খুঁজ মিলল প্রথম বাংলাদেশি প্রোগ্রামার হানিফউদ্দিন মিয়ার। তখন তিনিই একমাত্র জানতেন এই কম্পিউটারটির ব্যাবহার।
তিনি ছিলেন বাংলাদেশ আণবিক শক্তি কমিশনের কম্পিউটার সার্ভিস বিভাগের পরিচালক।আমাদের দেশের প্রথম এই মেধাবী প্রোগ্রামার ২০০৭ সালের ১১ই মার্চ মৃত্যুবরণ করেন।আমরা যারা প্রোগ্রামার হওয়ার আশা পোষণ করি তাদের জন্য উজ্জ্বল আদর্শ হতে পারে এই প্রোগ্রামার মোঃ হানিফউদ্দিন মিয়া।
0 comments:
একটি মন্তব্য পোস্ট করুন